এম.এফ.এ মাকাম : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় মাসব্যাপী সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের জামালপুরের স্টেশন অফিসার রবিউল ইসলাম। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য অতিথি বৃন্দ সমাপনী বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এতে সদর উপজেলার মোট ৪০ জন অ্যাথলেটিক্স প্রশিক্ষণে ও মোট ৪০ জন সাঁতার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড়দের বিভাগীয় ও পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে।
জামালপুরে মাছ বেপি সাঁতার ও অ্যাটলেটিক্স প্রতিযোগীতার সমাপনী
