জামালপুরে মাদরাসা আল আজহারের শুভ উদ্বোধন ও সবক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে প্াঁচ রাস্তায় কলেজ রোডে অবস্থিত মাদরাসা আল আজহার এর শুভ উদ্বোধন ও সবক অনুষ্ঠান গতকাল ১ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শুভ উদ্বোধন ও সবক অনুষ্ঠানে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজ্জাম্মেল হক। প্রধান বক্তা বক্তব্য রাখেন, জামালপুর বেলটিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান বিন আব্দুল বারী। অনুষ্ঠান শুরুতেই উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল যাবিহুল্লাহ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ সামাউন সরকার।