জামালপুরে মানবতার ফেরিওয়ালা ইউএনও জিন্নাত শহীদ পিংকি

এম.এ রফিক : মানবিকতার পরিচয় দিয়ে উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন জামালপুর সদর উপজেলায় কর্মরত সাদা মনের মানুষ ইউএনও জিন্নাত শহীদ পিংকি। গরিব, অসহায়, পঙ্গু ও অতিদরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি ঘুরে তাদের সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সহায়তা প্রদান করে যাচ্ছেন। এতে জামালপুর সদর উপজেলার বিভিন্ন দরিদ্র এলাকার অসহায় জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন। এছাড়া মেধাবী দুস্থ শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত গরিব জনগোষ্ঠীকে চিকিৎসা সহযোগিতা প্রদান সহ হতদরিদ্র সাধারণ মানুষকে প্রতিনিয়ত সহযোগিতা করে আসছেন তিনি। সদর উপজেলায় যোগদানের পর থেকে তার মানবিক কাজে সহায়তা পেয়েছেন মেধাবী দুস্থ শিক্ষার্থী, ঋণগ্রস্ত অসহায় ব্যক্তি, চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় রোগী, দুঃস্থসহ অবহেলিত জনগোষ্ঠী। জানা যায় বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা জামালপুরে যোগদান করার পর থেকেই সদর উপজেলার ১৫টি ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিতকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ইউনিয়নে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও পরিচালনা করছেন। এছাড়া যেখানেই অসহায় মানুষের সন্ধান পাচ্ছেন সেখানে খাদ্য, অর্থ নিয়ে ছুটে যাচ্ছেন তিনি। প্রতিবন্ধীদের সন্ধান পেলে হুইল চেয়ার পৌছে দিচ্ছেন প্রতিবন্ধীর বাড়িতে। ইউএনও জিন্নাত শহীদ পিংকি জানান, সরকারি অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজ করে আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। আমি চাই সকলের ভালোবাসা ও দোয়া।