জামালপুরে মেটাল (ভাংগারী) দোকান মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেটাল (ভাংগারী) দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে শহরের বিসিক সংলগ্ন চেম্বার ভবরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা মেটাল (ভাংগারী) দোকান মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোহাম্মদ আতিক। প্রধান অতিথির বক্তব্যে (ওসি) আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, বেশকিছু দিন যাবত জামালপুর শহরে মাদকাশক্ত, ছিন্নমূল, টুকাই ও চুর সিন্ডিকেটের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকায় কিছু দিন ধরে গ্যাস লাইনের রাইজার, এসির আউটডুর এর পাইপ, টিউবওয়েল, বিদ্যুৎ এর তার ও মোটরসাইকেল চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ থেকে পরিশ্রান্ত পেতে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জামালপুর জেলা মেটাল (ভাংগারী) দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া’র সঞ্চালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনামুল হক খান মিলন, জেসিসিআই’র পরিচালক আলহাজ্ব মো. ইউসুফ খান, জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মানিক শেখ প্রমুখ। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মেটাল (ভাংগারী) ব্যবসায়ীগন চুরি সংক্রান্ত ঘটনার নিরসনের জন্য পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্রাস প্রদান করেন। মতবিনিময় সভা শেষে জামালপুর জেলা মেটাল (ভাংগারী) দোকান মালিক সমিতির মেয়াদ উত্তির্ন হওয়ায়, পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। মো. সাইফুল চৌধুরী মিঠুকে আহবায়ক এবং সাহারুল ইসলাম শাবু, মো. রাসেল মিয়া, মো. বাবুল, মো. শাকিল হাসান বাপ্পি, মো. সুমন ও মো. মাসুদকে যুগ্ম-আহবায়ক করে আহবায়ক কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মেটাল (ভাংগারী) দোকান মালিক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।