আসমাউল আসিফ : জামালপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব কাবাডি অনূর্ধ্ব ১৮ (বালক ও বালিকা) খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এই খেলার আয়োজন করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসীন আলী, বিসিবি’র সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে সরকার খেলাধুলার প্রতি বেশ গুরুত্ব দিয়েছে। বিভিন্ন ধরণের খেলাধুলা আয়োজনের মাধ্যমে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দর্শক তৈরি হয়। তাই জাতীয় খেলা কাবাডিসহ অন্যান্য সকল খেলাধুলা নিয়মিত আয়োজন করার জন্য সকলের অংশগ্রহণ ও সহযোগীতা প্রয়োজন। জেলার মোট ৮টি বালক ও বালিকা দল খেলায় অংশগ্রহণ করে। জামালপুর সদর ও ইসলামপুর উপজেলা বালিকা দলের মধ্যে প্রথম খেলা অনুষ্ঠিত হয়।