নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর উপজেলার ইউনিয়নের আংরহাটি যুব সমাজের উদ্যোগে হা- ডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে আংরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ খোলা অনুষ্ঠিত হয়।মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তারুজ্জামান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরাবি সরকার সম্রাট, সেচ্ছাসেবকদলের সভাপতি মোখলেছুর রহমান,ইউপি সদস্য মফিজুর রহমান মুক্তা, তাঁতী দলের সভাপতি ইউসুফ আলী, ছাত্র দলের সভাপতি আলামিন। খেলায় ধারাভাষ্যে ছিলেন রাশেদুল এহসান মিশুক। খেলায় অংশগ্রহণ করেন বিবাহ এবং বিবাহিত। প্রধান অতিথি বলেন আখতারুজ্জামাত মাসুদ বলেন, ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিলিনের পথে। গ্রাম বাংলার মানুষের পূর্বের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আরং হাটি যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জামালপুরে যুব সমাজের উদ্যোগে হা-ডুডু ফাইনাল খেলা
