জামালপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি

আসমাউল আসিফ : জামালপুরে রক্তের বন্ধনের উদ্যোগে রক্তের গ্র“প নির্ণয় ও সেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট দিনব্যাপী মেলান্দহ উপজেলার মাহমুদপুর নলছিয়া বানাবাধা মাদ্রাসা মাঠে নলছিয়া বানাবাধা মাদ্রাসা এই কর্মসুচির আয়োজন করে।
আলোচনা সভায় নলছিয়া বানাবাধা দাখিল মাদ্রাসার সুপার ছামছুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক, নলছিয়া বানাবাধা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুল জলিল জান মাস্টার, মাদ্রাসার সভাপতি সাংবাদিক মুত্তাছিম বিল্লাহ, রক্তের বন্ধন জামালপুরের সভাপতি হাসান আলী, ৩নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, রক্তের বন্ধনের কার্যনির্বাহী কমিটির সদস্য আসমাউল আসিফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত রক্তদানের উপকারিতা উল্লেখ্য করে বলেন, রক্তদান মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। প্রতি চার মাস পরপর মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এবং শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই আমরা যদি চার মাস পরপর স্বেচ্ছায় রক্তদান করি তবে সেই রক্ত দিয়ে কোন একটি মনুষ্য রোগীর প্রাণ বাঁচতে পারে। যা একটি মহৎ কাজের অংশ।
বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লক্ষ ব্যাগ রক্তের দরকার পড়ে এবং বাংলাদেশে রক্তদাতার সংখ্যা প্রায় ৪ কোটি। কিন্তু প্রাপ্তবয়স্ক রক্তদাতারা নিয়মিত রক্তদান না করার কারণে প্রতি বছর রক্তের অভাবে হাজারো মনুষ্য রোগী প্রাণ হারাচ্ছেন। তাই ১৮ থেকে ৫০ বছর বয়সের মানুষকে নিয়মিত বা তাদের জীবনের বিশেষ দিনটি রক্তদানের মধ্য দিয়ে পালন করার জন্য বক্তরা আহ্বান জানান। পরে ঐ মাদ্রসার শিক্ষার্থীসহ আশে পাশের এলাকার প্রায় এক হাজার মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।