নিজস্ব সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে মাসব্যাপী ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ।
মঙ্গলবার সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে ন্যায্য মূল্যের এ বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হামিদা খাতুন।
ন্যায্য মূল্যের এই বাজারে প্রতি লিটার দুধ ৭৯ টাকা, প্রতি পিস ডিম ৯ টাকা ৫০ পয়সা, প্রতি কেজি বয়লার মুরগীর মাংস ১৯০ টাকা, সোনালী মুরগির মাংস ৩০০ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি করা হবে।
ন্যায্য মূল্যের এই বাজারে রমজান মাসজুড়ে এসব আমিষ জাতীয় খাবার ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম চলবে।
উদ্বোধনের পর থেকে মধ্যবিত্ত ও নি¤œœ আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের চাহিদা অনুযায়ী কেনাকাটা করছেন এই বাজারে।