নিজস্ব সঙবাদদাতা : জামালপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় সমাবেশ ও র্যালি করেছে শহর বিএনপি। গত মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে শহর বিএনপির আয়োজনে শহরের দয়াময়ী মোড়ে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হয় এক বিজয় র্যালি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গেইটপাড়ে গিয়ে শেষ হয় র্যালিটি। শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী’র সভাপতিত্বে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ। বিজয় সমাবেশ ও র্যালিতে শহর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুরে শহর বিএনপির বিজয় সমাবেশ-র্যালি
