জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাত : জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিপন্ন করা হয়েছে, স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আদর্শে উজ্জীবিত হয়ে অচিরেই এই স্বৈরচার সরকারের পতন ঘটিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। শুক্রবার বিকেলে শহরের মালগুদাম রোডে জামালপুর জেলা যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাড়িয়ে আছে তা জিয়াউর রহমান গড়ে দিয়েছিলো।
আলোচনা সভায় জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন ছাড়াও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, যুবদল নেতা শফিকুর রহমান শফিক, আনোয়ারুজ্জামান লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেতার কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও অসহায়-দু:স্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।