নিজস্ব সংবাদদাতা : জামালপুরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা ও শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের রশিদপুর এলাকায় দিনব্যাপী এই কর্মসুচির আয়োজন করে স্বপ্ন শিশু কল্যাণ সংগঠন।
জামালপুর পৌর শাখার ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রবিউল আওয়াল সরকারের সভাপতিত্বে কর্মসুচিতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল-মাসুদ। এছাড়াও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, স্বপ্ন শিশু কল্যাণ সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আব্দুল্লাহ, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সাংগঠনিক সম্পাদক বিজয় হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে বিকল্প কোন ব্যবস্থা নেই, রক্তের প্রয়োজনে একমাত্র বিকল্প রক্ত। তাই সবাইকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসতে হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে, এ ব্যাপারে সবাইকে মানবিকভাবে সহায়তা করা উচিত। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব, তাই এ সম্পর্কে আমাদের জানতে হবে। শিশুদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি একটি ব্যাতিক্রম উদ্যোগ, এর ফলে শৈশব থেকেই রক্তদান সম্পর্কে আমাদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে। পরে দি সাউথ ভিউ হসপিটাল ও স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সহযোগীতায় দিনব্যাপী দুইশতাধিক শিশু-কিশোরের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।