জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আসমাউল আসিফ : জামালপুরে হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের জামালপুর জিলা স্কুল মাঠে জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও প্রাক্তন শিক্ষার্থীদের অর্থয়ানে এই কম্বল বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক লোকমান আহম্মেদ খান লোটনের সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বিশ^জিৎ কুমার সোম, তারিকুল ফেরদৌস, ছানোয়ারুল ইসলাম সান, লিংকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তীব্র শীতে সারাদেশের অসহায় মানুষ কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য হতদরিদ্র মানুষের পাশে সামান্য সহায়তা নিয়ে আমরা দাড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। পরে চার শতাধিত অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।