জামালপুরে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা ; সারাদেশের সাথে এক যোগে জামালপুরে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
গত বৃহস্পতিবার সকাল থেকেই স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার্থীরা। জেলায় এ বছর ৩৫ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী ৮৫ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুলের ২৬ হাজার ৩৭৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮৯১ জন এবং কারিগরিতে শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৫৭৮ জন। বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা মোতাবেক সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।