নিজস্ব সংবাদদাতা : জামালপুরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার দিনব্যাপী শ্রী শ্রী রাধা মোহন জিউ মন্দির প্রাঙ্গণে, সকালে সম্মিলিত গীতা পাঠ, হোমযজ্ঞ, গীতাপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী বিশ্বনাথ আনন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষীকান্ত পন্ডিত, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক দিলীপ কুমার দে, দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী নির্বাহী সচিব অজয় কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিজুষ কান্তি গোপ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর পৌর শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার পূজা সম্পাদক বিপুল কাঞ্জি লাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্মসম্পাদক সুভাশীষ তালুকদার।
আলোচনা শেষে শহরের দয়াময়ী মোড় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তমালতলা, বসাকপাড়া ও মালগুদাম স্টেশন রোডে হয়ে রাধা মোহন জিউ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। রাতে নীলা কীর্তণ ও শ্রী কৃষ্ণের পূজা অন্তে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জামালপুরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
