জামালপুরে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আলোচনা ও তাফসীর মাহফিল

নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে তিন দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল গত ৯, ১০ ও ১১ জানুয়ারি সিংহজানী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সমাপনী দিনে বিশিষ্ট ইসলামী চিন্তসবিদ ও সমাজ সেবক খন্দকার মোকাদ্দাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওঃ মোহাম্মদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেড ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল প্রমুখ।