নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে জামালপুর এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, আগামীদিনের জন্য কর্মপরিকল্পনা তৈরিসহ প্রজনন স্বাস্থ্যসেবা ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার। গত বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। পরামর্শ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হামিদা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উপসহকারী প্রকৌশলী মাজেদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, নগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান মিয়া, বেলাল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রাম এপির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সাব্বির হোসেন রিয়াদ। সভায় সরকারি কর্মকর্তা, সিএইচসিপি, নগর উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন। সভার শুরুতেই এপির কার্যক্রম বর্ণনাসহ পরামর্শ সভার লক্ষ্য, উদ্দেশ্য উপস্থাপন করা হয়। পরে তিনটি দলে ভাগ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস, জীবীকায়ন, কৃষি, শিশু সুরক্ষা, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
উত্তম কুমার সরকার বলেন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মতো প্রতিটি এনজিও তৎপর হলে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে।