মো. জুলফিকার আলম : জামালপুরে ষথাষোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। জামালপুর জেলা অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা এর আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে বিজয় চত্বরে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে একটি র্যালী বের হয়। আলোচনা সভায় অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি ল্যাঃ কঃ অবঃ আলহাজ্ব আরজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রাহমানের পরিচালনায় প্রধান উপদেষ্টার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও জামালপুর -৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওঃ মুহাম্মদ আব্দুস সাত্তার, উপদেষ্টা বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও হষরত শাহজামাল (রঃ,) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল, এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক এড. মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমীর মুফতি মো. মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিঃ ওয়ারেন্ট অফিসার অবঃ মো. রেজাউল করিম, সার্জেন্ট অবঃ সুরুজ্জামান, আঃ মজিদ, মো. জাহিদুল ইসলাম প্রমুখ। পরে উপদেষ্টা মন্ডলী ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্থাটির সভাপতি আলহাজ্ব মো. আরজু মিয়া।
জামালপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
