জামালপুরে সাইবার নিরাপত্তায় সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম : জামালপুরের সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জামালপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে হিসাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান এমডিসি। জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম এর সভাপতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসনিন, জামাললপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ আরো অনেকে। এ সময় বক্তারা সাইবার নিরাপত্তা বিষয়ে সকলকে সচেতন হয়ে কোন প্রকার গুজবে কান না দিয়ে সঠিক তথ্য ও প্রযুক্তি উপস্থাপন করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।