স্টাফ রিপোর্টার : বৃদ্ধা বিধবা অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের জমি দখলের পায়তারা অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চাঁন ও তার ছেলে শোভনের বিরুদ্ধে। তারা নারী কর্মকর্তার ভোগদখলকৃত জমিতে নেটের বেড়া দিয়ে নিজেদেরকে ক্রয়কৃত জমির মালিক দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার, জামালপুর সদর থানায় এইমর্মে একটি অভিযোগ দায়ের করেছেন অবঃ সাব-রেজিস্ট্রার আনোয়ারা বেগম।
অভিযোগসূত্রে জানা যায়, জামালপুর পৌরসভার চন্দ্রা মৌজায় বিআরস খতিয়ান নং ৭৯১, বিআরএস ১৭৬৯ দাগে ২১ শতাংশ জমি আনোয়ারা বেগমের স্বামী, সৈয়দ তারেক আলম শাহ তার মায়েরসূত্রে ঘরোয়া ছাহামমূলে বন্টন প্রাপ্ত হয়ে বহুবছর যাবত ভোগ দখল করে আসছিলেন। স্বামী মৃত্যুর পর আনোয়ারা বেগম সেই জমির কিছু অংশ বর্গা ও বাকী অংশে ছোট পুকুর করে ভোগ দখল করে আসছেন।
এরইমধ্যে গত ৯ এপ্রিল স্থানীয় ভূমিদস্যু, আওয়ামী লীগ নেতা, কামরুল ইসলাম চাঁন ও তার ছেলে শোভন সেই ভোগদখলীয় জমি অনিবন্ধিত বায়নামূলে মালিকানা দাবি করে জমিতে সাইনবোর্ড ও নেট দ্বারা বেড়া দেয়।
খবর পেয়ে পরের দিন ১০ এপ্রিল জামালপুর সদর থানায় বাপ বেটার বিরুদ্বে অভিযোগটি দায়ের করেলন, বাংলাদেশের প্রথম নারী সাব-রেজিস্ট্রার আনোয়ারা বেগম । তার অভিযোগটি আমলে নিয়ে পরেরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। এসময় তারা জমি থেকে চাঁনের দেওয়ার নেটের বেড়া ও সাইনবোর্ড উদ্ধার করেছেন। এবং বাদীকে ন্যায় বিচার পেতে সবধরনের আইনি সহায়তা প্রদানে আশ্বাস দিয়েছেন দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা, এসআই সিরাজুল ইসলাম।
উল্লেখ্য যে, সরলতা ও ভদ্রতার সুযোগ নিয়ে দীর্ঘদিন দিন যাবত চাঁন ও তার পূর্বপুরুষরা আনোয়ারা বেগমের ও শ্বশুর বাড়ির লোকজনদের সাথে অন্যায় অত্যাচার করে আসছে। এর আগে চাঁনের বাবা সিরাজ মণ্ডল ও তাদের লোকজনরা আনোয়ারা বেগমের ভাসুরকে খুন করেছে। এরপর ২০১৬ সালে চাঁন ভূয়া ক্রেতা সেজে আনোয়ারা বেগমের স্বামীর ওয়ারিশদের নামে উল্লেখিত তফসিল এর জমিটি খারিজ করার চেষ্টা করে। আনোয়ারা বেগম খবর পেয়ে খারিজ বাতিল করতে জেলা প্রশাসক বরাবর মিস আপিল করেন। তার আবেদনের প্রেক্ষিতে নালিশি ভূমির বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকের প্রতি স্থগিতাদেশ জারি করেন জেলা প্রশাসক।
এদসত্বেও জেলা প্রশাসকের সেই স্থগিতাদেশ উপেক্ষা করে চাঁনরা গায়ের জোরে সেই ভূমি পুনঃ দখলের পায়তারা হিসেবে জমিতে সাইনবোর্ড ও বেড়া দিয়েছে।
তবে, এব্যাপারে অভিযুক্ত কামরুল ইসলাম চাঁন বলেন, উল্লেখিত ভূমির রেকর্ড অনুযায়ী মালিকদের কাছ থেকে ১৬ শতাংশ জমি আমরা শর্তে বায়না করেছি।
জামালপুরে সাব- রেজিস্ট্রারের জমি দখলের পায়তারা
