নিজস্ব সংবাদদাতা : জামালপুরে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বের রাতে শহরের দয়াময়ী মোড়ে জেলা মডেল মসজিদে জামালপুর সীরাত চর্চাকেন্দ্র এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, মুফতি আহমদ আলী, ইসলামী ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার উপ পরিচালক মোহাম্মদ আলী জিন্না, মুফতী শরীফুল ইসলাম, মুফতি ইববাহীম হাবীব, মুফতি মুবাশি^র হাসান শাকিল, মুফতি সাঈম আহমাদ কাসেমী, মুফতি কাজী শাফকাত আরিফিন, মুফতি বুরহান উদ্দিন, মুফতি আবদুল্লাহ আল মামুন, মুফতি হামিদুল ইসলামসহ অন্যানরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা হযয়ত মুহাম্মদ (স.) এর জীবনী সম্পর্কে আলোচনা নতুন প্রজন্মের মনে ইসলাম তুলে দিতে মাদ্রাসায় পাঠদানের এবং হযয়ত মুহাম্মদ (স.) যে ভাবে জীবন যাপন করেছে সেই ভাবে সকল মুসলিমদের জীবন যাপন করার আহ্বান জানান।
জামালপুরে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
