নিজস্ব সংবাদদাতা : জামালপুর সেন্ট্রাল হাসপাতালে নতুন সংযোজিত বিশেষায়িত সেবা সমূহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকার রোববার ১৭ আগস্ট দুপুরে হাসপাতালের ভবনে এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ দৌলতুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পি। এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পি বলেন, জামালপুরবাসীর চিকিৎসা সেবায় এ হাসপাতালের নতুন সংযোজন একটি বড় অর্জন। অত্যাধুনিক যন্ত্রপাতি সিমেন্সের সিটি স্ক্যান, কেমিলুমিনেসেন্স টেস্ট মেশিন, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউসহ আধুনিক চিকিৎসা সুবিধা এখন থেকেই নাগরিকরা সহজে পাবেন।
জামালপুরে সেন্ট্রাল হাসপাতালের নতুন সংযোজিত বিশেষায়িত সেবার শুভ উদ্বোধন
