জামালপুরে স্কুলশিক্ষার্থীকে ইভটিজিংয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদন্ড

এম.এ রফিক : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এক স্কুলশিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে সজল মিয়া (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সজল মিয়া কেন্দুয়া কালিবাড়ি এলাকার শামীম মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী এই রায় প্রদান করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন, প্রধান শিক্ষক সুমনুর রহমান, কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের তিনজন ছাত্রী সজল মিয়ার বিরুদ্ধে ইভটিজিংয়ের লিখিত অভিযোগ জমা দেন জেলা প্রশাসকের কাছে। অভিযোগের পরও ওই ছাত্রীরা পুনরায় তার দ্বারা ইভটিজিংয়ের শিকার হন। পরে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় সজলকে আটক করা হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৬ মাসের কারাদ- প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এসময় তিনি বলেন যেকোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের সমস্যায় পড়লে উপজেলা প্রশাসনকে জানাবে আমরা তৎক্ষনিক ব্যবস্থা নিবো। বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রহুল আমীন মিলন বলেন বিদ্যালয়ের কোন শিক্ষার্থী যেন হয়রানির স্বীকার না হয় সেজন্য আমরা প্রশাসনের ব্যবস্থা নিয়েছি। আশা করি আগামীতে আর কেউ এধরনের অপরাধ করার সাহস পাবে না।