মোহাম্মদ আলী : জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ একটি নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন করেছেন জেলা নির্বাচন অফিস জামালপুর। গত বৃহস্পতিবার, সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা এ মানববন্ধনের আয়োজন করেন। এদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সব ধরণের নাগরিক সেবা বন্ধ রাখা হয়। এসময় ভোগান্তির শিকার হন দুর দুরান্ত থেকে জেলা ও উপজেলা কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা। এদিকে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, জামালপুর জেলা নির্বাচন অফিসার, শানিয়াজ্জামান তালুকদার। উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার, করুনা সিন্ধু চাকলাদার, অতিরিক্ত নির্বাচন অফিসার হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসার ( সদর ), আশিকুর রহমান সরকারসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় জেলা নির্বাচন অফিসার, শানিয়াজ্জামামান তার বক্তব্যে বলেন, জাতীয় পরিচয়পত্র স্বাধীন নির্বাচন কমিশনের একটি সফল সৃষ্টি। এটি ভোটার তালিকার একটি অবিচ্ছেদ্য অংশ। এটিকে বাদ দিয়ে ভোটার তালিকা প্রনয়ন ও হালনাগাদ করা সম্ভব নয়। তাছাড়া এ ডাটাবেইজটিকে প্রতিদিন পরিচর্যা, পরিসেবা পরিবর্তন পরিমার্জন করতে হয়। যা নির্বাচন কমিশন ব্যাতিত অন্য কোনো কমিশনের পক্ষে সম্ভব নয়। এটা যদি নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে একদিকে নির্বাচন কমিশনের ক্ষমতাকে যেমন খর্ব করা হবে অপরদিকে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। তাই, এই কূটকৌশলকে ঠেঁকাতে আমরা রাস্তায় নেমেছি, মানববন্ধন করছি। এতেও যদি সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে ভবিষ্যতে আমরা জাতীয় কার্ক্রমের অংশ হিসেবে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিব।
জামালপুরে স্ট্যান্ড ফর এনআইডি পালিত
