জামালপুরে স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আধুনিক, উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার ১৭মে সকালে শহরের বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, জেলা ও পৌর শ্রমিক লীগ, জেলা যুবলীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা মৎস্যজীবী লীগ ও পৌর ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মী।
জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন রুকু, জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, শহর শ্রমিক লীগের সভাপতি মো. মোজাম্মেল হক, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাহিদ আনোয়ার সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট প্রমুখ। এসময় বক্তারা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।