নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামালপুরের অন্যতম চেতনাভিত্তিক সংগঠন ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার এবং ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি কবি আলী জহির।
ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতি কর্মী মহব্বত আলী ফকির, সাগর মুখার্জি, আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন।
সভার শুরুতেই উদীচী জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে উত্তরীয় পড়ানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সভাশেষে ধ্রুবতারার শিল্পীরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।