আসমাউল আসিফ : জামালপুরে হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাগেরহাটা এলাকায় নগর উন্নয়ন কমিটি ও কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত চাইল্ড ফোরাম এই কর্মসুচির আয়োজন করা হয়।
বাগেরহাটা-পলাশগড় নগর উন্নয়ন কমিটির সভাপতি এবারত আলীর সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রিপন, উন্নয়ন সংঘের কর্মসুচি ব্যবস্থাপক মিনারা পারভীন, কর্মকর্তা সাব্বির হোসেন রিয়াদ, ওয়ার্ল্ড ভিশনের এপি ব্যবস্থাপক বিমল কস্তা, চাইন্ড ফোরামের সভাপতি ফেরদৌসী, সদস্য সোহাগ, আবু সাইদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নগর উন্নয়ন কমিটি ও কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত চাইল্ড ফোরাম এলাকায় বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধসহ শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, মানসিক ও শারীরিক বিকাশ ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে থাকে। এরই অংশ হিসেবে চাইল্ড ফোরামের উদ্যোগে ও নগর উন্নয়ন কমিটির সহায়তায় নিজেদের অর্থায়নে শীতের শুরুতে স্থানীয় হতদরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্নভাবে এলাকার দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পরে প্রায় অর্ধশত শীতার্ত দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।