শামীম আলম : গতকাল সোমবার ২৩ রমজান মাজার কমিটির আয়োজনে হযরত শাহ্জামার (রাঃ) মাজার শরীফে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি সাইফুল ইসলাম আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল জামান আসাদ, খাদেম হাফেজ মোঃ এনামুল হাসান, রেজাউল করিম নিলু, জাকির হোসেন ও অন্যান অথিতি বৃন্দ এবং ধর্ম প্রাণ মুুমিন মুসলমানরা। এই সময় দেশ ও দেশের জনগণেন মঙ্গল কামনাই দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাসুদ।
জামালপুরে হযরত শাহ্জামাল (রাঃ) মাজারে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
