নিজস্ব প্রতিবেদক : জামালপুরে বিভিন্ন গণ পরিবহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫টি গাড়ির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার ৩০ এপ্রিল রাতে পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ.কে.এম. ছামিউল আলম কুরসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিকেলে শহরের ডাকপাড়া রেল ক্রসিং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় “আন্তর্জাতিক শব্দ সচেনতা দিবস ২০২৫”উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ৫ টি গাড়ি থেকে মোট ১৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া তাসকিন তানি মোবাইল কোর্ট বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ, কে, এম, ছামিউল আলম কুরসি প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও এ দপ্তরের হিসাবরক্ষক ইসতিয়াক আহম্মেদ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শব্দ দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে গাড়ীচালক ও জনসাধারণকে সচেতন করা হয়। পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫টি গাড়িকে জরিমানা
