জামালপুরে ১৮৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৮৮ টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলকলক্ষে হিন্দু ধর্মালম্বীদের পূজার মন্ডপ গুলোতে চলছে রংতুলির আঁচর। আগামীকাল বুধবার পালিত হবে মহাষষ্ঠী। তাই সকল মন্ডপে কারিগরদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। এবার জামালপুরে সাতটি উপজেলায় সর্বমোট ১৮৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জানিয়েছেন জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা। তারা জানায় জামালপুর পৌর শহরে ২০ টিসহ সদর উপজেলায় মোট ৪৬ টি,মাদারগঞ্জ উপজেলায় মোট ২৮টি, বকশীগঞ্জ উপজেলায়র্ মোট ১২টি, দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ২৩টি, ইসলামপুর উপজেলায় মোট ১৫টি,মেলান্দহ উপজেলায় মোট ২০টি, এবং সরিষাবাড়ী উপজেলায় মোট ৪৪টি সারা জেলায় সর্বমোট ১৮৮ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে গত বৎসরে হয়েছিল ২০৬টি, এবার ১৮টি পুজা কম হয়েছে। দুর্গাপুজা উপলক্ষে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা বলেন,এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে।আশাকরি শেষ পর্যন্ত ভাল থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পূজার মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। অরাজকতা বা নাশকতার কোন সুযোগ নেই। এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছেন কোনক্রমে নাশকতা করার কোন আসংখ্যা নেই বলে জানান।