জামালপুরে ২ দিন ব্যাপী গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম : জামালপুরে ২ দিন ব্যাপী গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষিষ্ঠত হয়েছে। জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গত ১০ মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত দুইদিন করে দুইটি ব্যাচে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্ভোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে জেলার সকল উপজেলার উপজেলা রিসোর্স টিম এর সদস্যগণ (সকল ইউএনও, এসিল্যান্ড, ওসি, উপজেলার যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, ও উপজেলা মহিলা বিষয়ক) প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করে। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় বক্তারা গামান্ত দলের মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় ও বড় ধরনের আইনি জটিলতা থেকে তৃণমূল পর্যায়ের মানুষকে সেবা দেওয়ার জন্য বিশেষভাবে আলোকপাত করা হয়। প্রশিক্ষণটিতে সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের জামালপুর জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান। প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা ও উপ-পরিচালক মহিলা বিষয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার।