জামালপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এম.এফ. এ মাকাম : একদিন তুমি পৃথিবী করেছ আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ তোমায় রাখবো আগলে এই প্রতিবাদকে সামনে রেখে জামালপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজ সেবা সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিক, প্রবীণ হিতৈষী সংঘ জামালপুর জেলা শাখার সভাপতি এস এম মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক এস এম হাবিব জাহান, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ অনেকে। এ সময় বক্তারা প্রবীণদের সুরক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও সামাজিকভাবে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সন্তানেরা যাতে প্রবীন বয়েসে পিতা মাতাকে অবহেলা না করতে পারে এবং প্রবীনদের সুস্থ বিনোদনের ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আলোকপাত করা হয়।