মুত্তাছিম বিল্লাহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ জনের নাম ঘোষণা করেন।
জেলায় মনোনয়ন পেয়েছেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ (সদর উপজেলা) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিএনপির মনোনয়ন ঘোষণা দেওয়ার পর থেকে নেতাকর্মীদের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের যে নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করেছেন, বিভিন্ন মামলা-হামলা ও ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করে রেখেছেন কেন্দ্র তাদের মূল্যায়ন করেছেন। এজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক দিন পর উৎসব মূখর পরিবেশে জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে, সেখানে জনগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এটা প্রত্যাশা করি।
জামালপুরে ৫টি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন যারা
		
				