জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ায় ১০ ঘন্টা পর অটোরিক্সা চালকদের ধর্মঘট প্রত্যাহার

আসমাউল আসিফ ; জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালকরা ১০ ঘন্টা পর ধর্মঘট কর্মসুচি প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল রোববার ২ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের সাথে সভায় দাবী মেনে নেওয়ায় অটোরিক্সা চালকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
রবিবার সকাল ৬টা থেকে ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসুচি শুরু করে মলিক, চালক ও শ্রমিকরা। দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা দাবী আদায়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও কার্যালয়ের সমানের প্রধান সড়কে অবস্থান নেয়। বিক্ষুব্ধরা প্রধান সড়কটি অবরোধ করে ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রাখে। পরে অটোরিক্সা চালকদের মধ্য থেকে ৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে সভা করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ঘন্টাব্যাপী সভা শেষে জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম দাবী মেনে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান। জেলা প্রশাসক হছিনা বেগমের সভাপতিত্বে সভায় পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, লাইসেন্স ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শাহ ফতেহ উল্লাহ হামেদী, খাইরুল ইসলাম, রুকন মিয়া, মেহের উদ্দিন ও চান মিয়া উপস্থিত ছিলেন।
শাহ ফতেহ উল্লাহ হামেদী বলেন, দাবী মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আমরা সন্তুষ্ট, এখন থেকে আবার আগের মতই অটোরিক্সা চলাচল করবে।
জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, আমরা চাই পৌর শহরের যানযট নিরসন ও ইজিবাইক, অটোরিক্সা শ্রমিকদের স্বার্থরক্ষা হোক। সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে- পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে কোন অটোরিক্সা পৌর শহরের বাইরে যেতে পারবে না। একইসাথে পৌরসভার বাইরের ইজিবাইক বা অটোরিক্সা শহরে প্রবেশ করতে পারবে না। প্রতিটি অটোরিক্সার ডানদিকে বেরিয়ার দিয়ে বন্ধ রাখতে হবে, যেন ডানদিক দিয়ে যাত্রী উঠানামা করতে না পারে। ইজিবাইকের লাইসেন্স ফি ৩ হাজার টাকা ও ছোট অটোরিক্সার লাইসেন্স ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। লাল ও সবুজ রং করে সকল গাড়ী সপ্তাহের ৭ দিনই চলাচল করবে, রং বিহীন কোন যানবাহন চলবে না। নতুন করে কোন লাইসেন্স প্রদান করা হবে না। অবৈধ গাড়ী চলাচল করলে ২০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়াও সকল মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ রাখতে হবে।
দাবী মেনে নেওয়ায় ধর্মঘট কর্মসুচি প্রত্যাহার করেন অটোরিক্সা মালিক, চালক ও শ্রমিকরা। বিকেল ৪ টার দিকে ১০ ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হয় শহরের যানবাহন চলাচল।