নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার ১২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় স্মারকলিপি প্রদান পূর্বক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী। আরো বক্তব্য রাখেন জামালপুর শহর জামায়াতের আমীর অধ্যাপক আল ইমরান, সদর উপজেলা আমীর শরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবির প্রমুখ।
জামালপুরে ৫ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের নিকট জামায়াতের স্মারকলিপি প্রদান
