জামালপুরে ৫ দিনব্যাপী উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

oplus_0

নিজস্ব সংবাদদাতা : “ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক আয়োজিত জামালপুরে ৫ দিনব্যাপী শিল্প উদ্যােক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার ১৪ সেপ্টেম্বর সকালে শহরের বিসিক শিল্প কার্যালয়ে এ শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক জামালপুর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
জামালপুর বিসিক কার্যালয়ের শিল্প নগরী কর্মকর্তা ও কোর্স কর্ডিনেটর মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক খান মিলন।
সভাপতির বক্তব্যে সম্রাট আকবর বলেন, বাংলাদেশে যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে তারা কিন্তু হুট করে বড় কোম্পানির মালিক হয়ে যায় নিই। তাঁরাও একদিন এই বিসিক এর কাছ থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করে। আজ তারা ব্যবসা করে বাংলাদেশে প্রতিষ্ঠিত। হতাশ হওয়ার কিছু নেই। এক জায়গায় আসলে যেমন একটি বহুতল ভবনে উঠতে হলে প্রথমে একতলা, পরে দ্বিতীয়তলা এর পর আস্তে আস্তে উপরে উঠা যায়।
তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন যে সরকার এই ৫ দিনের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। আসলাম গেলাম শেষ। এই চিন্তা ভাবনা করে ট্রেনিং করলে সরকারের ক্ষতি। ৫ দিন যা ট্রেনিং করাবে তা আপনাকে শিখতে হবে। তা হলেই আপনি সফল হতে পারবেন। তাই এই ৫ দিন মনোযোগ দিয়ে ট্রেনিংয়ে যা শিখানো হয় তা শিখে কাজে লাগতে পারলেই আপনি একজন ভালো ব্যবসা বা ভালো উদ্যােক্তা হতে পারবেন। তাই মনোযোগ দিয়ে এই ৫ দিনের প্রশিক্ষণে যা শিখানো হবে, তা মন দিয়ে শিখার আহবান জানান।
উদ্যােক্তা হযরত আলী হীরা বলেন, আমরা ছোট ব্যবসায়ী আমাদের পুঁজি কম। যদি আমরা অল্প সুদে কোন ব্যাংক থেকে লোন পাই তাহলে ব্যবসা করা সম্ভব। তা না হলে আমাদের মতো অল্প পুঁজির ব্যবসায়ীরা বর্তমান যুগে কোন প্রকার ব্যবসা করা সম্ভব না। ৫ দিনব্যাপী ২য় ব্যাচে শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন উদ্যােক্তা অংশগ্রহণ করেন। আগামী ১৮ সেপ্টেম্বর এ প্রশিক্ষণের সমাপ্ত হবে বলে জানান বিসিক কর্তৃপক্ষ।