নিজস্ব সংবাদদাতা : আনন্দঘন পরিবেশে জামালপুর উদ্যোক্তা ফোরাম (ঔটঋ) এর আয়োজনে শহরের আলেয়া গার্ডেনে হয়ে গেল বনভোজন। রেফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাভাবে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। দিনব্যাপী আলেয়া গার্ডেনে জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম সকল মডারেটরদের নিয়ে একটি ব্যতিক্রম এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ফোরামের সকল সদস্যরা অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।
এদিকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা ও জামালপুর পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ফাতেমা বেগম মেঘলা। জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম জানান, সকল মডারেটর ও গ্রুপের সদস্য এবং অন্যান্য অতিথিদের নিয়ে ভিন্ন ধরনের এই বনভোজনের আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় আকারে আরও ব্যতিক্রম অনুষ্ঠানের কথাও জানান তিনি।