জুলফিকার আলম ; অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসসকস) বাংলাদেশের মাসিক আলোচনা সভা গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুর শহরের বিজয় চত্বরের রয়েল সিটিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অসসকস বাংলাদেশের জেলা সভাপতি ল্যাঃ কঃ (অবঃ) আলহাজ্ব মো. আরজু মিয়ার সভাপতিত্বে অসসকস বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক সার্জন (অবঃ) মো. হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহবায়ক এড. মোহাম্মদ ছানোয়ার হোসেন। এদিকে অসসকস বাংলাদেশের জেলার সকল নেতৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা অসসকস বাংলাদেশের মাসিক আলোচনা সভা
