স্টাফ রিপোর্টার : জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, জামালপুরের আয়োজনে সদর উপজেলায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে করা হয়।এই প্রতিযোগিতায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বিসিবি পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কাবাডি প্রতিযোগিতায় ৪টি দলে ৪০ জন বালিকা ও দাবা প্রতিযোগিতায় ৬ টি স্কুলের মোট ২০ জন বালক অংশগ্রহণ করে। কাবাডি চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর কাবাডি একাডেমি ও রানার্সআপ ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়। দাবায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।