এম.এফ.এ মাকাম : খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিপাদকে সামনে রেখে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগষ্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পুষ্টির সমন্বয়ের সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডাক্তার আজিজুল হক, জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ আরো অনেকে। এ সময় বক্তারা খাদ্যের মাঝে পুষ্টিগুণ সম্মানিত খাবার ও পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত বেয়াম চর্চা করে খাবারে শাক সবজি বেশী পরিমানে খেয়ে এবং জাঙ্ক ফুড পরিহারের মাধ্যমে শিশুদের উদ্বুদ্ধকরণের বিষয়ে আলোকপাত করা হয়।
জামালপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
