জামালপুর পৌরসভার উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুর পৌরসভার আয়োজনে পৌরসভার সার্বিক উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২১ মে দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন,কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন, কাউন্সিলর খন্দকার কামরুল আহসান মিল্টন,কাউন্সিলর নাসরিন আক্তার প্রমূখ। সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমরা প্রতিটি পৌর নাগরিকদের জন্য স্মার্ট নাগরিক, স্মার্ট কৃষি, স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো।স্বাস্থ্য পুষ্টি, স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা হবে। সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সর্বোচ্চ স্বচ্ছ এবং জবাবদিহিতার আওতায় আনা হবে। এসডিজি বাস্তবায়নে গুরুত্বারোপ করা হবে। তিনি আরও বলেন, ক্লিন জামালপুর, গ্রীন জামালপুর” কার্যক্রমকেও বাস্তবায়ন করতে হবে। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান তিনি। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ,কাউন্সিলর ও মহিলা কাউন্সিলবৃন্দসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।