সাদিক মাহমুদ অর্প : অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জামালপুর মডেল আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জামালপুর তা’সীন শিক্ষা ফাউন্ডেশন কতৃক আয়োজিত জামালপুর মডেল আলিম মাদ্রাসা ২০২৪ এর বার্ষিক পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাছিনা বেগম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ইসলামি স্টাডিজ বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ জোবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন ও তা’সীন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দাতুন্নেছা। অন্যান্যদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক সহ সূধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন,বকশীগঞ্জ বাট্রাজোড় কে আর আই কালিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ নুরুজ্জামান। এছাড়াও পুরস্কার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন জামালপুর মডেল আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক রিপন খন্দকার। আলোচনা শেষে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,কেষ্ট ও সাটিফিকেট পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেন। মডেল আলিম মাদ্রাসা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন আসলেই মাদ্রাসাটি তার মডেল সাথে একটি মডেল দৃষ্টান্ত স্হাপন করেছেন। উক্ত মাদ্রাসায় এত মেধাবী ছাত্র/ছাত্রী এই অনুষ্ঠানে তা প্রমাণ করেছে যা বাস্তবে না দেখলে বুঝা সম্ভব নয়।
জামালপুর মডেল আলিম মাদ্রাসা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
