নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ থেকে রেলওয়ে পুলিশের অভিযানে ৫৮টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোবার ২০ এপ্রিল সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যাক্তিরা হলেন, মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ বিপ্লব (৪৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ তোতা মিয়াকে (৬০)। রেলওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা রেলওয়ে পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। রেলওয়ে স্টেশন এলাকা থেকে ট্রেনের ৫৮টি টিকিটসহ মোঃ বিপ্লব (৪৫) ও মোঃ তোতা মিয়াকে (৬০) গ্রেফতার করে পুলিশ। এসময় ইসলামপুর-মেলান্দহ টু ঢাকা রুটের ভিন্ন ভিন্ন তারিখের আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৪০টি আসনের টিকিট ও আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৮ টি আসনের টিকিট সর্বমোট ৫৮টি আসনের টিকিট, ০১ টি স্মার্টফোন, ০২টি বাটন মোবাইল ও টিকিট বিক্রয়ের ৬০০/- নগদ টাকা উদ্ধার করা হয়।রেলওয়ে পুলিশ আরও জানায়, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ২৫০ টাকার টিকেট ৪৫০-৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করত বলে স্বীকার করেছে। তারা নিজের ও পরিচিত লোকজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন থেকে ০৩ টি আইডি ব্যবহার করে নিয়মিত ইসলামপুর-মেলান্দহ-জামালপুর টু ঢাকাসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন। এছাড়াও উক্ত আসামিদ্বয় পরিচিতদের এনআইডি ব্যাবহার করে অনলাইন হতে টিকিট সংগ্রহ করে থাকেন। অতঃপর তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে গ্রাহকের মোবাইলে টিকিটের কপি পাঠিয়ে দিতো। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অভিযান চালিয়ে টিকিটসহ দুই টিকিট কালোবাজারীকে গ্রেফতার করা হয়েছে। জামালপুর রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জামালপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫৮টি টিকিটসহ ২ টিকিট কালোবাজারি গ্রেপ্তার
