জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

0-4608x3466-0-0#

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী শহরের পশ্চিম কাচারীপাড়া জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের (প্রধান নির্বাহী কর্মকর্তা) উপসচিব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য দেন জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর মো: আব্দুর রাজজাক, নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অবঃ) ও ডেইলি ফ্রন্ট নিউজের প্রকাশক ও সম্পাদক মেহেরুল্লাহ প্রমুখ। বক্তারা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জামালপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন কলেজের একাডেমিক অ্যাফেয়ার্স, পরিচালক অত্র কলেজের সহকারী অধ্যাপক মু. জিল্লুর রহমান। অভিভাবকদের মধ্যে রেজাউল সোহাগ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা জাহান অনাদী, নবীন শিক্ষার্থী মোছা: নাইমা আক্তার সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী মো: আজিজুল হক। জাতীয় সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর সাবরিনা জাহান অনাদী ও তার দল। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে অত্র কলেজের দ্বাদশ ছেলেরা-ছেলেদের ও মেয়েরা-মেয়েদের।