স্টাফ রিপোর্টার : জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় নতুন মার্কেটে চাঁদা না দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকীসহ দোকানের ভাড়াটিয়াদের উচ্ছেদের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় অভিযোগ করেছেন দক্ষিন কাচারীপাড়া এলাকায় আলহ্বাজ হারুন অর রশিদ এর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফেরদৌস রহমান মিল্টন। সদর খানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দীর্ঘদিন থেকেই সরদারপাড়া চাররাস্তার মোড় এলাকায় মৃত ছামিউল হকের ছেলে মোঃ করিব আনোয়ার রাসেল তার বখাটে লোকজন নিয়ে সরদারপাড়া এলাকায় মোঃ ফেরদৌস রহমান মিল্টন এর নির্মান করা নতুন মার্কেটের দোকানের উপর ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকী সহ মার্কেটের দোকানের ভাড়াটিয়াদের নানা ভাবে হয়রানী করে আসছিল বলে অভিযোগে বলা হয়। গেল ৯ জুলাই সন্ধায় আবারো মোঃ করিব আনোয়ার রাসেল তার বখাটে লোকজন নিয়ে সরদারপাড়া এলাকায় মোঃ ফেরদৌস রহমান মিল্টন এর নির্মান করা নতুন মার্কেটের দোকানের উপর ১০ লাখ টাকা চাঁদা দাবী করলে মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার স্ত্রী সুমী আক্তার মার্কেটে গেলে তাদেরকে মারধর করে নিলাফোলা জখম করে ও ১০ লাখ টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকী প্রদান করে। এ নিয়ে আহত মোঃ ফেরদৌস রহমান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।এ ঘটনার তীব্র প্রতিবাদ করে ও এর সুবিচার নিশ্চিত করতে চাঁদাবাজির অভিযোগে মোঃ করিব আনোয়ার রাসেল ও তার বখাটে লোকজনদের দ্রুত গ্রেফতার করা সহ বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জোর হস্থক্ষেপ কামনা করেছে মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার পরিবার এবং এলাকার সচেতন মহল।
জামালপুর শহরের সরদারপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ॥ থানায় অভিযোগ দায়ের
