নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরের নতুন হাই স্কুল মোড় কলেজ রোডে একটি নির্ভরযোগ্য আইনী সহায়তাকারী প্রতিষ্ঠান জাস্টিস ‘ল’ চেম্বারের উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার ২৮ ডিসেম্বর রাতে নতুন হাই স্কুল মোড় কলেজ রোডে এ জাস্টিস ‘ল’ চেম্বারের উদ্বোধন করা হয়। জাস্টিস ‘ল’ চেম্বারের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসাইন লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ও জাস্টিস ‘ল’ চেম্বারের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এসময় জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মো. গোলাম নবী, সিনিয়র আইনজীবী মো. গোলাম মোস্তফা, সিনিয়র আইনজীবী কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, মরহুম আইনজীবী আনোয়ারুল করিম শাজাহানের বড় ছেলে প্রবাসী এহসানুল করিম মেহেদী, বিশিষ্ট ব্যবসারী রাহাত কবির লালন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল সাদাত কাপ্ফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাস্টিস ‘ল’ চেম্বারের চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসাইন লিটন বলেন, আইনি সেবা একটি মহৎ সেবা। এই মহৎ সেবা যেন সাধারণ জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করছি। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নতুন হাই স্কুল মসজিদের পেশ ইমাম।