নিজস্ব সংবাদদাতা ; জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় কয়েকদিনের ভারী বর্ষণে পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসত বাড়িসহ অনেক স্থাপনা ভাঙনের হুমকিতে পড়েছে।জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত সময়ের মধ্যে ভাঙন মেরামতের কাজ শুরু না করলে শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীর। গতকাল রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, পুরাতন ফেরিঘাট এলাকায় বাঁধটির সিসি ব্লকসহ বাঁধের মাটি সরে গিয়ে প্রায় ২০ মিটার ভেঙে ধ্বসে গেছে। সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। সেতুর পিলারের গোড়ায় দেখা দিয়েছে ভাঙন। আশপাশে ভাঙনের স্থানের আরও ফাটল ধরেছে। ভাঙনের স্থানে স্থানীয় লোকজন বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন। বাঁধের ওপর দিয়ে ওই স্থানে হেঁটে চলাচলও বন্ধ রয়েছে। ভাঙনে শাকিল নামের ব্যক্তি বসতভিটা হুমকির মধ্যে পড়েছে।ফেরিঘাট এলাকার বাসিন্দা আবুল হাসেম বলেন,ক’দিন আগে বাঁধে বৃষ্টির পানি ঢুকে প্রথমে ছোট একটি গর্তের সৃষ্টি হয়। প্রতিদিন বৃষ্টির পানিতে আস্তে আস্তে ধ্বসে যাচ্ছে বাঁধ। এভাবে বৃষ্টি হতে থাকলে পুরো বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসি। এলাকাবাসীর অভিযোগ এক সপ্তাহ ধরে বাঁধটির এমন বেহাল দশা। তারপরও পাউবো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বলে জানান। পাউবোর জামালপুর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে পুরাতন ফেরিঘাট এলাকার ব্রহ্মপুত্র সেতু থেকে শুরু করে শহরের পাথালিয়া পর্যন্ত বাঁধের দৈর্ঘ্য সাড়ে ৫ কিলোমিটার। এই বাঁধটি শহর রক্ষাসহ জামালপুর পৌরসভা ভবন, শতবর্ষী জিলা স্কুল, পৌর কমিউনিটি সেন্টার, এলজিইডি ভবন, সার্কিট হাউস, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের (এসপি) বাসভবন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, জজকোর্ট, জেলা পরিষদ ভবন, সদর থানা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক ভাঙনের হাত থেকে রক্ষায় নির্মাণে হয়।ফেরিঘাট এলাকায় এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ শুরু হলে বাঁধের নিচের সিসি ব্লক ও মাটি সরে গত সপ্তাহে বাঁধ ভেঙে যায়। এরপর থেকে একটু একটু করে ভাঙছে। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় আরও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ ভাবে ভাঙন অব্যাহত থাকলে মহাসড়ক দ্বিধা বিভক্তি হয়ে পড়বে। একারণে দ্রুততম সময়ে মধ্যে মেরামত করা না হলে বড় ধরনের ক্ষতি সম্মুখিন হতে হবে বলে এলাকাবাসী দাবী করেছেন।এ বিষয়ে জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন,ভাঙনের স্থানটি পরিদর্শন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’
Related Posts
ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্নসভাপতি মোরাদুজ্জামান সাধারণ সম্পাদক হাফিজ লিটন
- AJ Desk
- September 29, 2024
ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ২৮ সেপেম্বর ইসলামপুর […]
দেওয়ানগঞ্জ মাদারেরচর দাখিল মাদ্রাসার সুপার পদত্যাগের দাবিতে মানববন্ধন
- AJ Desk
- August 28, 2024
নিজস্ব প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর আব্দুল গণি ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার হাসমত আলীর […]
জামালপুর জেলা পরিষদে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
- AJ Desk
- July 1, 2024
এম.এ রফিক : শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি এই স্লোগানে জামালপুর জেলা পরিষদের মাসিক […]