নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর শহর শাখার দ্বি -বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বাদ মাগরীব শহরের হিলফুল ফুযুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আছিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খন্দকার মোকাদ্দাস হোসাইন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সেক্রেটারি মামুনুর রশিদ সিদ্দিকী। পরে নতুন ২০২৫-২৬ সেশনের সভাপতি মোঃ আবদুল্লাহ, সহ সভাপতি মোঃ আঃ আজিজ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জামালীসহ ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।