জামালপুর শিশু ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মননা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা জীবনের অগ্রসরমান গতিকে আরো বেগবান করতে জামালপুরে গত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জামালপুর শিশু ফোরাম। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন মালয়েশিয়ার কান্ট্রি কোঅর্ডিনেটর শু ই তান, এ্যাসিস্টেন্ট ম্যানেজার, আইপি জোয়ান লাই, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, ওয়ার্ল্ড ভিশনের (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন, সুইড এর সাধারণ সম্পাদক অজয় পাল, শিশু ফোরামের সভপতি মোস্তাকিম হাসান হৃদয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু ফোরামের সদস্য অর্পা ও মেহেদী। উল্লেখ জামালপুর পৌরসভা, লক্ষিরচর ও পৌরসভার শিশু ফোরামের ১৯ সদস্য এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তাদেরকে সম্মাননা দেয়া হয়। শিক্ষার্থীরা পুরস্কৃত ও সম্মানিত হওয়ায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়। শিশু ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় এবং ফোরামের এবং আদিবাসী শিশু শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।