স্টাফ রিপোর্টার ; জামালপুর সদরের শ্রীপুরে সেন্ট্রাল ভালুকা গ্রামে জোরপূর্বক জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকালে শ্রীপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক সুরুজ আলী ও হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে সুরুজ আলী অভিযোগ করেন সে পৈত্রিক ভাবে জামালপুর সদরের শ্রীপুর ভালুকা মৌজা সিএস খতিয়ান নং ৬১, আর ও আর খতিয়ান নং ১২৫, ১২৬, আর ও আর দাগ নং ৭৮৬/৭৮৭, ৭৯১, ৭৯২, ৭৯৩, বিআরএস খতিয়ান নং ১৩১, বি আর এস দাগ নং ১৬৬০, ১৬৬১,১৬৬২, ১৬ ৬৩, ১৬৬৪ যে জমির পরিমাণ ৩ একর ৭৯ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল। তবে পূর্ব বিরোধের জের ধরে গত ১৫ এপ্রিল পার্শ্ববর্তী মোছাঃ শিরিনা বেগম ও মোঃ আলী হিরু নিরীহ কৃষক সুরুজ আলীর জমি জোরপূর্বক দখল করে নেওয়া সহ সুরুজ আলী ও তার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। যা ২৩ এপ্রিল ২৪ইং তারিখৈর জিডি নাম্বার ১৪০৫। এর সঠিক বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।
জামালপুর সদরের শ্রীপুর ভালুকায় কৃষক সুরুজ আলীর জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
