জামালপুর সদর উপজেলায় হা ডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম.এফ. এ মাকাম : এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে জুলাই শহীদ স্মৃতি হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদরের কেন্দুয়া কালীবাড়ির বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাডুডু খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সানোয়ার হোসেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন সহ আরো অনেকে। এ সময় বক্তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার মাধ্যমে দেহমন গঠন করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। হাডুডু ফাইনাল খেলায় জামালপুর পৌরসভা একাদশ রশিদপুর ইউনিয়নকে পরাজিত করে।